বিশেষ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী এসএম সাব্বিরের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত রাতে তাকে তার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাইকলা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সাব্বিরের মা বিলকিস আক্তার বলেন, আমার সন্তান কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। সে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল থেকে এসএসসি পাশ করে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে ভর্তি হয়ে পড়াশুনা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি এইচএসসি পরীক্ষা শুরু হলে সে পরীক্ষায় অংশগ্রহণ করে এক বিষয়ের পরীক্ষা দেয়। সামনে তার বাকী পরীক্ষাগুলো রয়েছে। এ অবস্থায় একটি কুচক্রী মহলের ইশারায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তার করে নেওয়ায় তার শিক্ষা জীবনে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সাব্বিরের মা বিলকিস আক্তার আরো বলেন, আমি ও আমার পরিবার আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার সন্তানের শিক্ষা জীবন সচল রাখার স্বার্থে আইনের কাছে মুক্তি কামনা করছি। সেই সাথে তাকে যেন এ মামলা থেকে রেহাই দেওয়া হয়। জামিনে মুক্তি পেলে সে এইচএসসির বাকী পরীক্ষায় অংশ নিতে পারবে।