নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের সিক্স লাইনে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন জায়গায় ওভার ব্রীজ ও আন্ডার পাস নির্মাণ নিয়ে মতবিনিময় করেছেন হবিগঞ্জ-১ আসনের সাংসদ অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। গতকাল শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহাসড়কের প্রায় ২০টি স্থানে জনগণের সাথে তিনি মতবিনিময় করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা-সিলেট মহাসড়কের সিক্স লাইন প্রকল্পের মহা-পরিচালক ফজলুল করিম, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, বাহুবল উপজেলা চেয়ারম্যান মাওলানা আনোয়ার হোসেন সালেহী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ, নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, দেবপাড়া ইউপি চেয়ারম্যান শাহরিয়াজ নাদির সুমন, দেবপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ, আউশকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া, আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান নোমান, শেখ আব্দুল মুকিত, আব্দুর রকিব, শ্রমিক নেতা দিলশাদ মিয়া, খালেদ আহমদ জজ, সমাজ সেবক কনর মিয়া প্রমূখ। পরে গুরুত্বপূর্ণ স্থানগুলো সরজমিনে পরিদর্শন করেন মহাসড়ক প্রকল্প বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
প্রকল্পের বিশেষ স্থানগুলো হলো- বাহুবল উপজেলার মিরপুর, চলিতাতলা পয়েন্ট, পুটিজুরী বাজার, দ্বিগম্বর বাজার, নবীগঞ্জ উপজেলার বড় চর, রোকনপুর, পানিউমদা বাজার, ফুলতলী বাজার, জনতার বাজার, বালিদ্বারা বাজার, নতুন বাজার, গোপলার বাজার পয়েন্ট, রুস্তমপুর টোল প্লাজা, আউশকান্দি বাজার গোল চত্বর, দেওতৈল পয়েন্ট, বাজার সঈদপুর, মডেল বাজার, শেরপুর অর্থনৈতিক অঞ্চলের পয়েন্ট। এসব স্থানে ওভার ব্রীজ ও আন্ডার পাস নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেণ বক্তাগণ।