স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল বাজারের একটি স’মিল থেকে বিপুল পরিমাণ চোরাই সেগুন গাছের টুকরো উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় গাছ পাচারকারীরা পালিয়ে যায়।
জানা যায়, দীর্ঘদিন ধরে চুনারুঘাট উপজেলার দেউন্দি, লস্করপুর, রাণীগাঁওসহ বিভিন্ন চা বাগানের মূল্যবান গাছ রাতের আঁধারে পাচার করছে একটি চক্র। আর এসব গাছ স্বল্পমূল্যে স’মিলের কতিপয় মালিক ক্রয় করছেন। গতকাল শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ রেঞ্জের ফরেস্ট অফিসার রামকৃষ্ণ ঘোষের নেতৃত্বে বন বিভাগ ওই স’মিলে অভিযান চালায়। এ সময় ৩০টি মূল্যবান সেগুন গাছের টুকরো জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।