স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে ময়লা আবর্জনার স্তুপ জমে উঠেছে। আর তা থেকে দুর্গন্ধ ছড়িয়ে অসহ্য হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। বেড়েছে মশার উপদ্রবও।
হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের অভিযোগ- ওয়ার্ডগুলো পরিস্কার করে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখা হয়। আর এসব থেকে রোগ জীবানুসহ দুর্গন্ধ ছড়াচ্ছে। অথচ হাসপাতাল নিয়মিত দু’বার পরিস্কার পরিচ্ছন্নের নিয়ম রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এমনটি হচ্ছে অভিযোগ হাসপাতালে সেবা নিতে আসাদের।
গতকাল শুক্রবার রাতে সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ময়লা আবর্জনা স্তুপ করে রাখা হয়েছে। কখন তা পরিস্কার করা হবে তা কেউ জানে না।