কাজী মাহমুদুল হক সুজন ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকির ঘটনায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মহাসড়কের নতুন ব্রীজ গোলচত্ত্বর এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে হাজার হাজার জনতা ব্যানার নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- চুনারুঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ খায়রুন আক্তার, এম এ মালেক জাপানী, দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজী, চুনারুঘাট উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও উবাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রজব আলী, শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, শায়েস্তাগঞ্জ পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, জেলা যুবলীগ নেতা শাহজাহান চৌধুরী সেজু, চুনারুঘাট উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বশির, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ আঞ্চলিক যুবলীগের সভাপতি মোঃ ফারুক মিয়া, চুনারুঘাট উপজেলা ছাত্র ীগের সাবেক আহবায়ক সোহেল আরমান, উপজেলা যুবলীগ নেতা সুমন শেখ, উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি মিজানুর রহমান জার্নাল প্রমূখ।
বক্তারা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা চাই, আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এমপি ব্যারিস্টার সুমনের হত্যার হুমকিদাতাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। অন্যথায় চুনারুঘাট ও মাধবপুর উপজেলাসহ জেলার প্রতিটি উপজেলার সর্বস্তরের জনতা কঠোর আন্দোলনে মহাসড়কে রাজপথে নামবে। এসময় শায়েস্তাগঞ্জে মহাসড়কের উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে প্রায় এক ঘন্টা।