![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/07/004-Sony-Chowdhury-SAVE_20240704_214804.jpg)
নবীগঞ্জ প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য হয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতা শেখ মাসুদুর রহমান। গত (২৬ জুন) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আহসান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংগঠনিক কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যক্রমকে আরো গতিশীল, সক্রিয় ও শুদ্ধ সংস্কৃতি প্রসার করার লক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ে শেখ মাসুদুর রহমানকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য হিসেবে মনোনিত করা হলো।
শেখ মাসুদুর রহমান দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী শেখ আব্দুল আলীর জ্যেষ্ঠ সন্তান ও নবীগঞ্জের সামাজিক সংগঠন ‘জাগো ফাউন্ডেশন’ এর সম্পাদক মন্ডলীর সদস্য।