স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট দেখা দিয়েছে। ফলে সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহণের চালকরা পড়েছেন বিপাকে। এতে যাত্রীদেরও গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। ফিলিং স্টেশনে এক মাসের জন্য বরাদ্দ পাওয়া গ্যাস নির্দিষ্ট সময়ের আগেই বিক্রি হয়ে যাওয়ায় এমনটা হয়েছে দাবি কর্তৃপক্ষের।
গত ২৫ জুন থেকে হবিগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট দেখা দেয়। আগামী ১ জুলাই পর্যন্ত এ সমস্যা থাকবে বলে জানা গেছে। ফলে হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ, বানিয়াচং, আজমিরীগঞ্জ ও নবীগঞ্জ উপজেলায় চলাচলকারী অটোরিকশাগুলো গ্যাস না পেয়ে পড়েছে বিপাকে। একই অবস্থা মিরপুর ফিলিং স্টেশন, মাধবপুরের আল আমিন ফিলিং স্টেশন ও সেমকোসহ ৭টি ফিলিং স্টেশনের।
এম হাই অ্যান্ড কোং ফিলিং স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, শত শত অটোরিকশা লাইন ধরে দাঁড়িয়ে আছে। গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা আসায় তাদের চোখে মুখে হতাশা দেখা গেছে। এদিকে গ্যাস সংকটকে পুঁজি করে অনেক চালক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।