নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মাকে গলা কেটে হত্যার দায়ে ছেলে ফজল মিয়াকে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ-২ মোঃ ইয়াছির আরাফাত এ দন্ডাদেশ দেন। রায় ঘোষণাকালে আসামী পলাতক ছিল।
পেশকার তপন চন্দ্র সিংহ জানান, ২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ বিষয় নিয়ে নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামে মা আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যা করে তার সন্তান ফজল মিয়া। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আঙ্গুরা বেগমের ভাই বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের আব্দুর রশিদ বাদী হয়ে ফজল মিয়াকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পরের দিন ফজল মিয়া আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। নবীগঞ্জ থানার এসআই সফিকুল ইসলাম ওই বছরের ২১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘদিন হাজতবাসের পর সে উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পায়। পরে ২০১৯ সালের ১৬ জুলাই সে পালিয়ে আত্মগোপন করে। আদালত ১২ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে গতকাল বুধবার বিকেলে উল্লেখিত রায় প্রদান করেন। ফজল মিয়া আদিত্যপুর গ্রামের মৃত আশ^ব আলীর পুত্র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com