![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/05/001-Tamanna-Akter.jpeg.jpg)
আক্তার হোসেন আলহাদী ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে গোল্ডেন এ প্লাস পেয়ে কলেজে ভর্তির সুযোগ থাকা সত্ত্বেও ভর্তির অর্থ জোগাড় করতে না পেরে অনিশ্চিত ভবিষ্যতের প্রহর গুনছে মেধাবী শিক্ষার্থী তামান্না আক্তার। বানিয়াচং উপজেলা সদরের ১নং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মজলিশপুর গ্রামের হতদরিদ্র মো: সিতু মিয়ার মেয়ে মেধাবী শিক্ষার্থী তামান্না আক্তার। কিন্তু বসবাসের জন্য ঘর-বাড়ি না থাকায় বর্তমানে উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মির বাড়ি (নানা, মরহুম সৈয়দ মুতি মিয়ার বাড়িতে) আশ্রয় নিয়েছে।
তামান্না আক্তার এ বছর বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়, সাবেক (হোসাইন মোহাম্মদ এরশাদ উচ্চ বিদ্যালয়) থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে (ভোকেশনাল) এসএসসি’তে গোল্ডেন এ প্লাস পেয়েছে। তামান্না আক্তার জানান ছোটবেলা থেকেই অনেক সংগ্রাম করে পড়াশুনা চালিয়ে যাচ্ছি। প্রতিদিন বাড়ি থেকে পায়ে হেঁটে স্কুলে যেতাম। অভাবী দিনমজুর পিতার যেদিন আয় হয় সেদিন সংসারে খাবার জোটে নতুবা উপোস থাকতে হয়।
ছোটবেলা থেকে মেধাবী বলে তার পড়ালেখা কোন বাধাতেই থেমে থাকতে পারেনি। অদম্য ইচ্ছে আর মানসিক শক্তি তার এ অবস্থায় নিয়ে এসেছে। এসএসসি পাস করার পর টাকার অভাবে কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে, বন্ধ হয়ে যেতে পারে এ মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন। জীবনের এমনি এক কঠিন অবস্থায় এসে হয়তো থেমে যাবে তার শিক্ষাজীবন। কিন্তু মনের জোরে রীতিমতো জীবন যুদ্ধে হার না মেনে চালিয়ে যেতে চায় পড়ালেখা।
মো: সিতু মিয়া জানান, ছোটবেলা থেকেই মেয়েটি পড়াশুনার প্রতি খুব আগ্রহী কিন্তু টাকার অভাবে কিছুই দিতে পারিনি। অধিকাংশ দিনই না খেয়ে স্কুলে যেতো। পড়াশুনা ছাড়া তাদের কোন চাহিদা নেই। নিজ মেধাগুণে এ পর্যন্ত এসেছে। সহায় সম্বল বলতে কিছুই নেই। ঘর-বাড়ি কিছুই নেই। প্রতিবেশীর বাড়িতে থেকে এতদিন সন্তানদের পড়ালেখা করিয়েছি। এখন খরচ চালানের সাধ্য নেই। ৫ মেয়ে সহ ৭ জনের সংসার অনেক কষ্টে ধার-দেনা করেই চলছে। তারপরেও স্বপ্ন দেখছি সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার।
তামান্না আক্তার জানান, ছোটবেলা থেকে দরিদ্রতার সঙ্গে যুদ্ধ করে এ পর্যন্ত এসেছি। পড়ালেখা করে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হতে চাই। আমার বড় বোন, লুবনা আক্তার গত বছর (২০২৩) সালে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি’তে সর্বোচ্চ মার্ক গোল্ডেন এ প্লাস পেয়ে হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজে ভর্তি হয়েও টাকার অভাবে অনিশ্চিত ভবিষ্যতের প্রহর গুনছে, বর্তমানে সে বাড়িতে চলে এসেছে।
অর্থের অভাবে ধূলিস্যাৎ হতে চলেছে তামান্না আক্তারের স্বপ্ন। টাকার যোগান না পেলে বন্ধ হয়ে যাবে তার পড়ালেখা। তামান্না’র কলেজে ভর্তি হওয়া ও পড়ালেখার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। বিত্তবানদের আর্থিক সহায়তাই দরিদ্র মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণ করতে পারে।