স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- বিগত ১০ বছর আমার অফিস দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য উম্মুক্ত ছিল। সরকারি বন্ধ ব্যতিত কখনও আমার অফিস বন্ধ ছিল না। আমার অফিসে আসতে কোন দালাল ধরতে হয়নি। উপজেলার জনগুরুত্বপূর্ণ অধিকাংশ রাস্তা-ঘাট উন্নয়ন করা হয়েছে। তাই অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে অতীতের মতো ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান। তিনি বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর, কালির বাজার, ধর্মঘর, চৌমুহনী, মনতলাসহ বিভিন্ন এলাকায় আপামর জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে এ কথাগুলো বলেন। এ সময় ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, এড. লিটন শাহ, মুখলেছুর রহমান সুহেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিগত দিনে উপজেলা পরিষদ থেকে গ্রামীণ রাস্তার উন্নয়ন ও শিক্ষা বিস্তারে বিভিন্ন বিদ্যালয়ে উপকরণ বিতরণে সন্তোষ প্রকাশ করে ঘোড়া প্রতীকে ভোট দেয়ার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।