নবীগঞ্জ প্রতিনিধি ॥ সুনামগঞ্জ থেকে চুরি হওয়া ৩টি ইজিবাইক (টমটম) নবীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দ্রশী (শান্তিপাড়া) গ্রামের আব্দুল হাসিমের পুত্র মোহন আহমেদ (২৫), সুনামগঞ্জ জেলার শাল্লা থানার নারকিলা গ্রামের সফর আলীর পুত্র জুবেদ মিয়া (৩২), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মধ্যসমেত গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র আবু সালেহ (৩৩) ও একই উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত শাহাব উদ্দিনের পুত্র রাহেল আহমদ (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মে পৃথক সময়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের পৌর পয়েন্ট, টিএন্ডটি রোড ও হেলিপ্যাড এলাকা থেকে একে একে ৩টি ইজিবাইক (টমটম) চুরি হয়। এ ঘটনায় উপজেলার নারিকেলতলা গ্রামের মৃত কনাই মিয়ার পুত্র শাহাব উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মোহন আহমদ ও জুবেদ মিয়াকে আটক করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় নবীগঞ্জ থানার মনসুর গ্রামের প্রবাসী এনাম উদ্দিনের বাড়ির গ্যারেজ থেকে জগন্নাথপুর থেকে চুরি হওয়া ৩টি ইজিবাইক (টমটম) উদ্ধার করা হয়। এ সময় চুরির সাথে জড়িত থাকায় আবু সালেহ ও রাহেল আহমদকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত টমটম জব্দ আছে এবং গ্রেফতারকৃত চোরদের বুধবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়ছে। এ ঘটনায় দায়েরকৃত মামলাটি তদন্তাধীন রয়েছে।