স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আধুনিক স্টেডিয়ামের পাশে বাইপাস সড়ক সংলগ্ন এলাকা সবুজ ও নান্দনিক করতে উদ্যোগ নিচ্ছেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম। মঙ্গলবার দুপুর ১২ টায় তিনি কিবরিয়া পৌর মিলনায়তন ও আনসার অফিস সংলগ্ন বাইপাস সড়ক এলাকা পরিদর্শন করেন। এসময় সড়ক সংলগ্ন স্থানে পৌরসভার কর্মীরা পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত ছিলেন। মেয়র পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। মেয়র সেলিম ওই সময় সড়ক সংলগ্ন এলাকা সবুজ ও নান্দনিক করতে নানা পদক্ষেপের ব্যাপারে পৌরসভার সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন। তিনি বলেন, এই স্থানে ২০ বছরের জমানো আবর্জনার স্তুপ হবিগঞ্জের জন্য এক অভিশাপ ছিল। আমরা নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও এই সমস্যার সমাধান করেছি। আবর্জনামুক্ত পরিবেশ করার পরও একটি মহল গভীর রাতে ময়লার বস্তা, পলিথিনসহ বর্জ্য এই স্থানে ফেলে রেখে যায়। যা আমাদেরকে অপসারণ করতে হয়। এই অপকর্ম যারা করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সড়ক সংলগ্ন এলাকাকে আমরা সবুজায়ন ও সিসি ক্যামেরার আওতায় এনে নান্দনিক অবকাঠামো সৃষ্টি করতে চাই। এ ব্যাপারে শীঘ্রই উদ্যোগ নেয়া হবে বলে জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com