সুন্নী জামাতের ইফতার মাহফিলে বক্তাগণ
১৯ রামাদ্বান শনিবার স্থানীয় হবিগঞ্জ বার লাইব্রেরী মিলনায়তনে জেলা আহ্লে সুন্নাত ওয়াল জামা’আত এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিল উত্তর আলোচনা সভায় বক্তাগণ দারিদ্র বিমোচনে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালুর আহবান জানিয়েছেন। অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও কাজী মাওলানা আবুল খায়ের শানু’র সঞ্চালনায় ইফতার মাহফিলে জেলা, উপজেলা ও পৌর শাখার তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, মাওলানা নুরুল হক কুদরতী, সৈয়দ মুশফিক আহমদ, মাওলানা আব্দুল মালিক, মাহবুবুর রহমান আউয়াল, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সিরাজুল ইসলাম আল ক্বাদরী, মাওলানা আলী মোঃ চৌধুরী, মোঃ লুৎফুর রহমান, অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম, এম.জি মোহিত, অ্যাডভোকেট তাজ উদ্দিন সুফী, মাওলানা আজিজুল ইসলাম খান, ডাঃ মোঃ ফারুক মিয়া, হাফিজ ক্বারী যোবায়ের আহমেদ, কাজী মাওলানা সাইফুল মোস্তফা, মাওলানা খাইরুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান আল ক্বাদরী, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মুসলিম খান, মাওলানা কাজী এম.এ জলিল, ইফা হবিগঞ্জের উপপরিচালক মাওলানা মুনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান শামীম, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, হাফিজ মাওলানা আব্দুর রহমান সেলিম প্রমূখ।
ইফতার মাহফিলে বক্তাগণ বাংলাদেশ তথা মুসলিম বিশ্বের দারিদ্র বিমোচনে সরকারি ব্যবস্থাপনায় যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য মুসলিম উম্মাহর দৃষ্টি আকর্ষণ করেন। শেষে মিলাদ ও মোনাজাতে বিশ্ব মুসলিমের শান্তি কামনা করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় বলিষ্ঠ ভূমিকা রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার জেলা নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com