স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের আবাসিক এলাকায় গলায় ফাঁস দিয়ে প্রসজিৎ দেব পিয়াস (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে আন্দিউড়া গ্রামের পরিমল দেব এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়- প্রসজিৎ দেব পিয়াস পৌর শহরের আবাসিক এলাকার ভাড়া বাসায় বসবাস করে। গতকাল রবিবার দুপুরে খাবার খেয়ে নিজ রুমে ঘুমিয়ে পড়ে সে। সন্ধ্যা ৬টার দিকে তার বাবা বাজার থেকে বাসায় গিয়ে অনেক ডাকাডাকি করেও কোন সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পিয়াসের দেহ ফ্যানে সঙ্গে ঝুলতে দেখে থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানার ওসি আতিকুর রহমান জানান, লাশ বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করা হয়েছে। বিজ্ঞ এডিএম স্যারের অনুমোদন সাপেক্ষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com