স্টাফ রিপোর্টার ॥ ছাত্রদল নেতা সাইফুল ইসলাম হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সাইফুলের পিতা বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল মালিক বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে মামলাটি দায়ের করেন। এদিকে পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।
প্রসঙ্গত, গত ২ মার্চ দুপুরে সদর থানা পুলিশ পইল করাঙ্গী নদী থেকে বস্তাবন্দি অবস্থায় ছাত্রদল নেতা সাইফুলের লাশ উদ্ধার করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com