স্টাফ রিপোর্টার ॥ ‘সেবার ব্রতে চাকরি’ এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি দুই দিনের বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে গতকাল সকাল ৮টা হতে পুরুষ প্রার্থীদের ১৬শ’ মিটার ও নারী প্রার্থীদের এক হাজার মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং ইভেন্ট সম্পন্ন হয়। ৩ দিনব্যাপী বিভিন্ন ধাপে শারীরিক সক্ষমতায় উত্তীর্ণ প্রার্থীগণ আগামী ৬ মার্চ সকাল ১০ টায় লিখিত পরীক্ষায় অংশ নেবেন পাশাপাশি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায়ও অংশগ্রহণ করবেন।
পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা ছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স হতে মনোনীত প্রতিনিধি মৌলভীবাজারের পুলিশ সুপার পিবিআই এহতেশামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার মোঃ নুরুল হুদা আশরাফী বিপিএম-সেবা, পিপিএম-সেবা, সদস্য হিসেবে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহফুজা আক্তার শিমুল, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সি, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী সার্জন লস্করপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ ইমরানুল হক তালুকদার, তেঘরিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মদিনা কারিয়াপুরি এবং জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।