মোঃ আক্তার হোসেন ॥ ফেনসিডিল বিক্রির অপরাধে আলী হোসেন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫ বছরের সাজা দিয়েছেন বিজ্ঞ আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। গত বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিজ্ঞ বিচারক আজিজুল ইসলাম এ দন্ডাদেশ দেন। রায় প্রদানকালে আসামি পলাতক ছিলো। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট পারভীন আক্তার।
জানা যায়, ২০১৫ সালের জুন মাসে সদর থানার এসআই সুদ্বীপ রায় অভিযান চালিয়ে শহরতলীর বহুলা থেকে আব্দুল মালেকের পুত্র আলী হোসেনকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com