স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামে চাঁদা না দেয়ায় অজয় রায় নামে এক ব্যক্তিকে নিজের জমিতে যেতে বাঁধা দিচ্ছে প্রতিপক্ষের লোকজন। শুধু তাই নয়, জোরপূর্বক তার জায়গায় হালচাষও করেছে তারা। এতে তিনি বাঁধা দিলে তাকে প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। নিরুপায় হয়ে উপজেলার বুল্লা গ্রামের অমরেন্দু রায়ের পুত্র অজয় রায় বাদি হয়ে বেজুড়া গ্রামের হাবিবুর রহমান, মিজান মিয়া, মানিক মিয়া, মুখলেছুর রহমানসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, উল্লেখিতরা তার বেজুড়া মৌজার জেএল নং-৩৫, খতিয়ান নং-১২৬২, দাগ নং-১২৬৬৪, মোট ১ একর ১৩ শতকের মধ্যে ধানী জমিতে হালচাষ করতে গেলে প্রতিপক্ষের লোকজন ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় জমিতে হালচাষ দূরে থাক তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। তাদের হুমকিতে অজয় রায় ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভূগছেন। শুধু তাই নয়, গত ১০ ফেব্রুয়ারি উল্লেখিতরা পূর্ব পরিকল্পিতভাবে প্রাণনাশক অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি করে তার জমিতে হালচাষ করে। এতে বাঁধা দিলে হুমকি দেয়া হয়। এক পর্যায়ে অজয় রায় নিজে ঘটনাস্থলে গিয়ে বাঁধা দেয়ার চেষ্টা করলে তাকেও হুমকি দেয় প্রতিপক্ষের লোকজন। এ অবস্থায় নিরুপায় অজয় রায় দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেন।