উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে গ্রীণলাইন ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (৫০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রবিবার বিকেল ৪ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল বিদ্যুৎ প্ল্যান্ট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আনোয়ার হোসেন উপজেলার দিঘলবাক ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- সিলেট থেকে ঢাকাগামী অজ্ঞাতনামা গ্রীণলাইন বাস বিদ্যুৎ প্লান্ট নামক এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল (মৌলভীবাজার-হ-১১-২৩১৬) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী আনোয়ার হোসেন মারা যান। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে শেরপুর হাইওয়ের পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব জানান, দুর্ঘটনা কবলিত গ্রীণলাইন বাসটি উদ্ধার এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com