ইসলামী সংগ্রাম পরিষদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আল্লামা ওলিপুরী

ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী দা: বা: বলেন- আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে সৃষ্টি করে নারী পুরুষের পৃথক পৃথক মর্যাদা ও অধিকার নিশ্চিত করেছেন। এর মধ্যে কিছু মানুষ তৃতীয় লিঙ্গের। এদের মর্যাদা ও অধিকারও ইসলামী শরিয়তে নিশ্চিত করা হয়েছে। কিন্তু বর্তমানে পশ্চিমা অসভ্য সংস্কৃতি থেকে আমদানী করা ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গের ধারণা আবিষ্কার করে মানবতা বিধ্বংসী ও কুফুরী এই মতবাদকে জাতির উপর চাপিয়ে দেয়া হয়েছে। জাতীয় শিক্ষা সিলেবাসে শরিফ শরিফার গল্পের মাধ্যমে আমাদের কোমলমতি শিশুদেরকে বিকৃত যৌনাচার শিখতে বাধ্য করা হচ্ছে।
তিনি আরো বলেন, আমরা তৃতীয় লিঙ্গের মানুষদের মর্যাদা ও অধিকারে বিশ্বাস করি। কিন্তু ট্রান্সজেন্ডার মতবাদ এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছে। এই গল্প পাঠ্যবই থেকে বাতিল করতে হবে। ট্রান্সজেন্ডার মতবাদের প্রচার প্রসার নিষিদ্ধ করতে হবে। এ দাবী মানা না হলে আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১১ টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদী মানববন্ধন সহ পরবর্তীতে দুর্বার আন্দোলনের ডাক দেয়া হবে বলে তিনি ঘোষণা দেন।
প্রসঙ্গত, অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের উদ্যোগে এবং সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকা প্রবাসী মাওলানা আব্দুল মুকিত এর অর্থায়নে হবিগঞ্জের ৯টি উপজেলায় ৫০টি করে মোট ৫০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ সদরস্থ পশ্চিম ভাদৈ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক চলিতাতলী, সহ-সভাপতি মাওলানা আজিজুল হক, সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সাদী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা লোকমান সাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান মানিক, সহকারী সম্পাদক মাওলানা জাবের আল হুদা চৌধুরী, অর্থ সম্পাদক মহিব উদ্দীন আহমদ সোহেল, দপ্তর সম্পাদক মাওলানা সাইদুর রহমান, বানিয়াচং শাখা সাধারণ সম্পাদক মাওলানা মসিহুর রহমান, মাওলানা আব্দুল লতীফ, মাওলানা হুমায়ুন চৌধুরী প্রমূখ।