হবিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আবু জাহির
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জের মানুষ যে আশা-আকাক্সক্ষা নিয়ে আমাকে পুণরায় নির্বাচিত করেছেন, আমি আমার কর্মের মাধ্যমে তাদের সেই আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে চাই। সততা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সংবর্ধনা দিয়ে আমাকে সম্মানিত করেছে। সংবর্ধনার মাধ্যমে আমি আমার কাঁধে আরো কিছু দায়িত্ব নিয়ে গেলাম। আমি আপনাদের পরিবারের সদস্য। আমাকে আজীবন সদস্য হিসেবে রেখেছেন। এজন্য আমি কৃতজ্ঞ। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে আপনারা যারা কর্মরত, আপনাদেরও সামাজিক সম্মান অনেক বেশি।
হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য, হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসন থেকে ৪র্থবার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে দেয়া আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপিকে সংবর্ধনা দেয়া হয়। গতকাল দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি রাসেল চৌধুরী। ক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল ও সহ সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর যৌথ সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত করায় সাংবাদিকদের মাধ্যমে হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জের সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। হবিগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন- এক সময় সরকারি দল বিরোধী দল সকলেই মাইকে বক্তব্য দিলে হবিগঞ্জকে অবহেলিত বলে উল্লেখ করতেন। আজকে কিন্তু সরকারি দল বা বিরোধী দল, কেউই এই কথা বলতে পারবে না। বলার সুযোগ নাই। এখন হবিগঞ্জকে অন্যান্য জেলা হিংসা করে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য জাকারিয়া চৌধুরী, গীতা পাঠ করেন সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মোহাম্মদ শাবান মিয়া, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, রাশেদ আহমেদ খান, প্রদীপ দাশ সাগর, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জি প্রমূখ।
প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হবিগঞ্জ প্রেসক্লাবের পক্ষে সদস্য আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, জাকারিয়া চৌধুরী, মোঃ ছানু মিয়া, মোঃ কাউছার আহমেদ, সাইফুর রহমান তারেক, হবিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষে সহ-সভাপতি জুয়েল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম সজলু, জাহেদ আলী মামুন, এইচএম হেলিম, সাইফুল ইসলাম, রাহিমসহ ইউনিটির সদস্যবৃন্দ, হবিগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল উদ্দিনসহ সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত ব্যক্তি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্লাব সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।