স্টাফ রিপোর্টার ॥ সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীদের উপর হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এম্বুলেন্স, জরুরী বিভাগসহ সরকারি স্থাপনা ভাঙচুর ও বিনষ্টের প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্স প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আব্দুস সামাদের নেতৃত্বে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাসপাতালের আরএমও ডা. চম্পক কিশোর সাহা সুমনসহ হাসপাতালের অন্যান্য ডাক্তার, নার্স এবং স্টাফগণ এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন। এসময় বক্তারা সিলেট জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এছাড়া প্রতিটি হাসপাতালে নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com