স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকট চলছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাইক্রোবাস, নোহা, সিএনজিসহ বিভিন্ন যানবাহনকে দাড়িয়ে থাকতে দেখা গেছে। এদিকে গ্যাস সংকটের অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ উঠেছে।
জানা যায়, জেলায় ১০টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। এর মাঝে শায়েস্তাগঞ্জ, মিরপুর ও হবিগঞ্জে ২৪ ঘন্টার মাঝে কয়েক ঘন্টা গ্যাস দেয়া হয়। তাই লাইনে দাড়ানো সকল যানবাহন গ্যাস পায় না। আবার এমনও অভিযোগ রয়েছে- সিএনজি ফিলিং স্টেশনে যারা গ্যাস দেয়ার কাজে নিয়োজিত তাদের ম্যানেজ করে অনেকেই লাইনে দাড়িয়ে না থেকেও গ্যাস পাচ্ছেন। স্টেশন মালিকরা জানান, মাসের ২০ তারিখের পর টার্গেট কমে যায়। যে কারণে চাপ পড়ে। পুরো মাস গ্যাস সংকট থাকতে পারে বলেও জানান তারা। গতকাল সরেজমিনে হবিগঞ্জের একটি ফিলিং স্টেশনে রাস্তার দুই পাশে গ্যাসের জন্য দাড়িয়ে থাকা যানবাহনের এ দৃশ্য দেখা যায়।