স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আষেঢ়া গ্রামে পানিতে ডুবে রিমা আক্তার (২০) নামে এক যুবতী মারা গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিমা আক্তার ওই গ্রামের মৃত ইছার উদ্দিনের মেয়ে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রিমা বহুদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। মঙ্গলবার সকালে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, রিমা আক্তার বহুদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পরে তার মৃত্যু হয়েছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর পর মরদেহ মর্গে প্রেরণ করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com