স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জেও তীব্র শৈত্যপ্রবাহ বইছে। অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শীতল ঠান্ডা বাতাস বইছে। এতে জনজীবনে নাভিশ^াস উঠেছে। আর এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষ। শীত থেকে বাঁচতে বড়দের পাশাপাশি শিশুরাও আগুন জ¦ালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। তবে শীত নিবারণ করতে গিয়ে আগুন লেগে দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল। গতকাল রাত ৮টায় শহরের শায়েস্তানগর এলাকায় শিশুদের ন্যাড়া (ধানের খড়) দিয়ে আগুন জ¦ালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com