স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নে অবৈধ দখলদারের কবল থেকে সরকারি জায়গা উদ্ধার করেছে প্রশাসন। গত কয়েকদিনে সদর উপজেলা ভূমি অফিস ও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অবৈধ দখলদারের কবল থেকে ইউনিয়ন পরিষদের জায়গা উদ্ধার করে।
গোপায়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আহাদ দায়িত্ব পাওয়ার পরই তিনি সরকারি জায়গা অবৈধ দখলদারের কবল থেকে উদ্ধারের জন্য উপজেলা প্রশাসনের নিকট আবেদন করেন। পরে তদন্ত কমিটি করে অভিযান পরিচালনা করে প্রশাসন। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ইউনিয়নের সাধারণ মানুষ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com