রাই রঞ্জন পাল, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট পৌর শহরের হাতুন্ডা এলাকায় শ্রীশ্রী বাসুদেব মন্দির অঙ্গনে ২৪ প্রহর ব্যাপী বিশ্বমঙ্গল শ্রী শ্রী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। ৫০তম বার্ষিক এই মহাযজ্ঞে ২৪ জানুয়ারি নাম সংকীর্ত্তনের উদ্বোধনের মাধ্যমে শুভ সূচনা হবে। ২৫ জানুয়ারি ও ২৭ জানুয়ারি স্বাধ্যায়যজ্ঞ শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মসভা, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, পদকীর্ত্তন ও লীলা কীর্ত্তনসহ বিভিন্ন অনুষ্ঠানাদি অনুষ্ঠিত হবে। শনিবার রাত সাড়ে ১০ টায় ২৪ প্রহর ব্যাপী মহানাম সংকীর্ত্তনের শুভাধিবাস, রবিবার ভোর ৫ টায় মঙ্গলারতী ও ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী তাঁরকব্রহ্ম নাম সংকীর্ত্তন শুভারম্ভ, মঙ্গলবার পর্যন্ত এ মহানাম যজ্ঞ চলবে। মঙ্গলবার দুপুর ১২ টায় শ্রীশ্রী বাসুদেব ও শ্রীমন মহাপ্রভুর ভোগরাগ তৎপর মহাপ্রসাদ বিতরণ করা হবে। আলোচক পাঠকবৃন্দরা হলেন- প্রভুপাদ গুরু মহারাজ কিশোর গোস্বামী নবদ্বীপ, পরমপূজ্যপাদ ভক্তি স্বরূপ দামোদর মহারাজ আন্তর্জাতিক সম্পাদক সিটিএস মন্দির রাধাকুন্ড বৃন্দাবন ও অধ্যক্ষ পুষাইনগর কুলাউড়া, পূজ্যপাদ নিরঞ্জন গোস্বামী মৌলভীবাজার। লীলা কীর্ত্তনীয়া দলগুলো হচ্ছে- ভাই বোন সম্প্রদায় (মিতা মন্ডল) কলকাতা, সন্ধ্যা মমতা সম্প্রদায় গোপালগঞ্জ। বুধবার উষালগ্নে কীর্ত্তনসহ মন্দির প্রদক্ষিণ ও নগর পরিক্রমা, হরিলুট ও উৎসব সমাপন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com