নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। ওই বিজ্ঞপ্তি কেন্দ্রীয় ছাত্রলীগের ভেরিফাইড পেজে রাত ১০ টায় আপলোড করা হয়। কি কারণে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। উল্লেখ, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠনের পর থেকে দুটি গ্রুপের নেতাকর্মীদের মাঝে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। গত ১৮ জানুয়ারি রাতে দুই গ্রুপের লোকজনের মাঝে সংঘর্ষ হয়। এতে এক গ্রুপের আহবায়ক দাবিদার জাহিদুল ইসলাম রুবেল গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ওই সংঘর্ষের পর গতকাল রাতে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com