নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে মৎস্যচাষিদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। বুধবার সকালে বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালা শুরুর পূর্বে আশার বানিয়াচং অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার হাদিউল ইসলাম মোল্লার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওয়াহেদুর রহমান মজুমদার, বানিয়াচং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন, আশা হবিগঞ্জ জেলার ডিএম পুন্দেন্দু গোস্বামী, সিনিয়র ব্র্যাঞ্চ ম্যানেঞ্জার আব্দুল মোছাব্বির, মিথুন কান্তি দেব, আশা বানিয়াচং হেলথ সেন্টার ইনচার্জ ডাঃ আশিকুর রহমান। কর্মশালায় ৩০ জন মৎস্যচাষিকে প্রশিক্ষণ দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com