স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার পুটিজুরী ইউনিয়নের মিরের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মিরের পাড়া গ্রামের আব্দুল মুত্তালিবের পুত্র, এক সন্তানের জনক গাড়ি চালক হেলাল উদ্দিন (৩০) মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সকাল বেলা ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন তাকে অনেক ডাকা ডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায় এক পর্যায়ে দরজা ভেঙ্গে হেলাল উদ্দিনের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে। হেলালের পরিবারের দাবী, সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিল। ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যা থেকে সে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময়ে আত্মহত্যা করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com