স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর দক্ষিণ বেজুড়া গ্রামের আশু মিয়ার পুকুর থেকে অর্ধগলিত অবস্থায় আদুরী বাকতি সুনিতা (৫২) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। আদুরী উপজেলার শাহজাহান ইউনিয়নের সুরমা চা বাগানের ৯নং বস্তির মৃত মনোরঞ্জন বাকতির মেয়ে।
পুলিশ জানায়- আদুরী বিভিন্ন বাসা-বাড়ীতে কাজ করতেন। ১২ জানুয়ারি সকাল ৮টায় কাজের জন্য বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বুধবার দুপুরে দক্ষিণ বেজুড়া গ্রামের আশু মিয়ার পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার এসআই তরিকুল ইসলাম লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
থানার ওসি রকিকুল ইসলাম খান জানান- লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com