স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার সময় বিল্লাল মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে টিলা কেটে মাটি বিক্রি করার সময় তাকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডিত বিল্লাল মিয়া পরমানন্দপুর গ্রামের খেলু মিয়ার ছেলে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com