বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার সদস্য এবং ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ফেডারেশন পোদ্দারবাড়ী অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক গনি মিয়ার মৃত্যুতে শুক্রবার বিকেল ৩ টায় বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এবং ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার যৌথ আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভার শুরুতেই গনি মিয়ার প্রতিকৃতিতে কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন। পরে গনি মিয়ার কর্ম স্মৃতির উপর নির্মিত স্মৃতি ফলক উন্মোচন করা হয়। ব্যাটারিচালিক অটোরিকশা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শংকর শূক্লবৈদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জাহিরুল ইসলাম, ব্যাটরিচালিত যানবাহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সমন্বয়ক মানস নন্দী, শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়, অটোরিকশা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সভাপতি মোখলেছুর রহমান, ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার সহ-সভাপতি সামছুর রহমান, সাধারণ সম্পাদক জাফর আলী প্রমূখ। সভায় কেন্দ্রীয় সভাপতি বলেন, গনি মিয়া সংগঠনে যুক্ত হয়ে শ্রমিকদের ন্যায় সঙ্গত আন্দোলন করে শ্রমিক নেতায় পরিণত হন। গনি মিয়া মূলত অটোরিকশা শ্রমিক হলেও অটোরিকশা শ্রমিকদের দাবি নিয়ে আন্দোলনের পাশাপাশি ২০২২ সালে বন্যাক্রান্ত মানুষের জন্য গণচাঁদা সংগ্রহ করে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরির দাবিতে ১৯ দিন ব্যাপি চলমান ধর্মঘটে অনাহারে থাকা শ্রমিক পরিবারের জন্য গণচাঁদা সংগ্রহ করে খাবারের ব্যবস্থা করেন। গনি মিয়ার এ সকল কার্যক্রম শ্রমিক শ্রেণির মর্যাদাবোধকে বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। বিজ্ঞপ্তি