মানবতাবিরোধী অপরাধ
স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় নবীগঞ্জের আবুল খায়ের গোলাপ মিয়াসহ (৬৬) ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এবার তাদের বিষয়ে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি পরবর্তী দিন তারিখ ধার্য্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার অন্য দুই আসামি হলেন- মোঃ জামাল উদ্দিন আহম্মদ ওরফে মোঃ জামাল উদ্দিন (৬৫) ও শেখ গিয়াস উদ্দীন আহমদ (৭০)। ১১ জানুয়ারি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম। রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর অ্যাডভোকেট রেজিয়া সুলতানা চমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৮ সালের ১৩ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওই ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৫টি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ফরমাল চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। গত ৮ মার্চ ৩ আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামি আবুল খায়ের গোলাপ মিয়া নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। অন্য আসামি শেখ গিয়াস উদ্দীন আহমদ পলাতক।