আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জ জেলা বিএনপি’র পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালনকালে বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকদের উপর পুলিশী হামলার প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রেরিত বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, আমাদের পূর্ব নির্ধারিত স্থানে মানববন্ধন কর্মসূচি পালনে পুলিশ বাঁধা দিলে আমরা স্থান পরিবর্তন করে শান্তিপূর্ণভাবে মানববন্ধন পালন করছিলাম। এর এক পর্যায়ে বিনা উস্কানিতে পুলিশ অতর্কিত গুলি ও টিয়াশেল নিক্ষেপ শুরু করে। এতে মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নীরঞ্জন গোস্বামী শুভ ও দেশ টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি আমীর হামজাসহ যুবদল নেতা আব্দুল হান্নান জুয়েল, মোতাহার হোসেন, শ্রাবন আহমেদ, বিএনপি নেতা মেরাজ আহমেদ, ছাত্রদল নেতা শেখ মোঃ রাসেল, মোঃ নাঈম খান, মাহমুদ হাসান গাজী, রুকন আহমেদ, নাঈম আহমেদ, মোজাক্কির হোসেন ইমন, আশরাফুল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। নেতৃবৃন্দ সাংবাদিকসহ আহত সকল নেতাকর্মীর সুস্থতা কামনা করেন এবং উক্ত ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান। নিন্দা জ্ঞাপনকারী নেতৃবৃন্দ হলেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাম্মি আক্তার, যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম, এম. ইসলাম তরফদার তনু, হাজী এনামুল হক, ডাঃ আহমুদুর রহমান আব্দাল, অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, মোঃ আব্বাস উদ্দিন। বিজ্ঞপ্তি