নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রাক্তন মেম্বার উত্তর সাঙ্গর গ্রামের বিশিষ্ট শালিস বিচারক মোঃ ইদ্রিস মিয়ার লাফন সম্পন্ন হয়েছে। সোমবার বেলা আড়াইটায় উত্তর সাঙ্গর গ্রামে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে। জানাজার নামাজের পূর্বে মরহুমে কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, মন্দরী ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com