স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা জামিনে মুক্তি লাভ করেছেন। গতকাল সোমবার সকাল ১০টায় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। গত ১৩ নভেম্বর অবরোধ পালনকালে পুলিশ শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে সাবেক পৌর কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানাসহ ৩ বিএনপি নেত্রীকে আটক করে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে। ১ মাস কারাভোগের পর রবিবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন তার জামিন আবেদন মঞ্জুর করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল মনসুর, অ্যাডভোকেট আফজাল আলী, কুতুব উদ্দিন জুয়েল, মোঃ আব্দুল হাই প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com