কেন্দ্র খুঁজতে গিয়ে বিপাকে পড়েন অনেক পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জসহ সিলেটের ৩ বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়েছে। তবে সময়মতো কেন্দ্রে হাজির হতে না পারায় অনেকেই পরীক্ষায় অংশ নিতে পারেননি। পরীক্ষা দিতে না পারা পরীক্ষার্থীদের দাবি, সময়মতো কেন্দ্রে হাজির হলেও তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি।
প্রতি বছর হবিগঞ্জের বিভিন্ন কেন্দ্রে শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছর শায়েস্তাগঞ্জের একাধিক কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত দুই দিন ধরে বৈরি আবহাওয়া থাকায় জেলার বিভিন্ন উপজেলার পরীক্ষার্থীরা চরম প্রতিকূলতার মধ্যেও নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছার চেষ্টা করেন। কিন্তু তার পরও অনেকেই নির্ধারিত কেন্দ্র খুঁজতে গিয়ে দেরী করে ফেলেন। এ অবস্থায় বেশ কয়েকজন পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে উপস্থি হতে না পারায় পরীক্ষায় অংশ নিতে পারেননি। যদিও তাদের দাবি, শায়েস্তাগঞ্জ উপজেলাতে পরীক্ষা কেন্দ্র করায় নির্ধারিত কেন্দ্র খুঁজে বের করতে সময় লেগেছে। তার পরও তারা চেষ্টা করেছেন সকাল সাড়ে ৯টা থেকে পৌণে ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে। কিন্তু কর্তৃপক্ষ দেরীতে যাওয়ায় তাদেরকে প্রবেশ করতে দেয়নি। তাই তারা নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারেননি। পরীক্ষা দিতে না পেরে তারা হতাশ হয়ে বাড়ি ফিরেছেন।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মওলা জানান, প্রবেশপত্রে লেখা আছে ১০টায় পরীক্ষা শুরু হবে, সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। যারা সকাল সাড়ে ৯টার পর এসেছেন তাদেরও প্রবেশ করতে দেয়া হয়েছে। কিন্তু প্রশ্নপত্র দেয়ার পর কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। এতে যদি কেউ পরীক্ষা দিতে না পারে আমাদের করার কিছু করার নেই।