কাজী মাহমুদুল হক সুজন ॥ যেখানেই যাচ্ছি সাধারণ মানুষের সাড়া পাচ্ছি। আমি গন্তব্যে পৌঁছার আগেই হাজার হাজার মানুষ সমবেত হয়ে যায়। আমি আশ্চর্য্য হই যখন দেখি আমাকে দেখার জন্য বাড়ির মা বোনেরা আমার পথসভা কিংবা গণসংযোগে চলে আসে। আপনারা আগামী ৭ তারিখ আমাকে নির্বাচিত করুন। আমি কথা দিচ্ছি কাজের মাধ্যমে চুনারুঘাট-মাধবপুর উপজেলায় ইতিহাস তৈরী করবো। শুক্রবার বিকেলে হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগানে অনুষ্ঠিত পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন- এমপি পাইলাম, মন্ত্রী পাইলাম কিন্তু আমরা দুই উপজেলাবাসী কাজ পেলাম না। নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করবো, কোন নেতার নয়। পরে তিনি শানখলা ইউনিয়নের কালিনগর সহ বিভিন্ন স্থানে জনসংযোগ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com