স্টাফ রিপোর্টার ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালনার্থে গতকাল ৬ ডিসেম্বর বিকেল ৪টায় হবিগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন ব্যানার, পোস্টার, ফেস্টুন ইত্যাদি অপসারণ করা হয়। পুলিশ লাইনের একদল পুলিশ উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com