স্টাফ রিপোর্টার ॥ ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অধিকার এখানে, এখনই প্রকল্পের উদ্যোগে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সমন্বিত যৌন শিক্ষা বাস্তবায়নে অংশীজনদের সাথে কাজের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাবে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিকার এখানে, এখনই প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান, পাশার নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, হবিগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আতিকুল ইসলাম সোহাগ, কাউন্সিলর শেখ সোমা জামান, কাজী নজমুল হোসেন, আবু তৈয়ব মোজাহেদী, নিশান হেলথ প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ রকিবুল ইসলাম, সহকারী শিক্ষক তাসলিমা আক্তার, কনিকা রাণী বিশ^াস, প্রকল্পের ডিস্ট্রিক্ট ইয়ূথ মবিলাইজার তানিয়া সুলতানা। এছাড়াও অভিজ্ঞতা বিনিময়কালে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, তৃতীয় লিঙ্গের সদস্য, সাংবাদিক ও ইয়ূথ গ্রুপের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইয়ূথ লিডার ইমরান মিয়া।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com