স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের স্বস্তিপুর গ্রামে অবস্থিত মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়কে এক কোটি টাকা অনুদান দেয়ার আশ^াস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে খেলাফত রব্বানী বাংলাদেশ ও নেজামে ইসলামী পার্টির নেতারা সাক্ষাৎ করতে গেলে খেলাফত রব্বানী বাংলাদেশ এর নেতা মতিউর রহমান চৌধুরীকে এ আশ^াস দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের জানান, বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নির্বাচনের সার্বিক বিষয়ে আলোচনা করেন নেতারা। এ সময় শেখ হাসিনা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য গৃহিত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং নির্বাচনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন। নেতৃবৃন্দ আসন্ন সংসদ নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করতে শেখ হাসিনার নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নেরও প্রশংসা করেন তারা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ বৈঠকে মুফতি ফয়জুল হক জালালাবাদী ও মাওলানা আনোয়ারুল হক নিজ নিজ দলের পক্ষে নেতৃত্ব দেন।
বৈঠকে যোগ দেয়া খেলাফত রব্বানী বাংলাদেশ এর নেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মতিউর রহমান চৌধুরী দৈনিক হবিগঞ্জের মুখকে জানান, সাক্ষাতকালে তিনি কোটি কোটি টাকা খরচ করে নিজের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার কথা শুনে খুশি হন এবং তার প্রতিষ্ঠিত মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়কে এক কোটি টাকা অনুদান দেয়ার আশ^াস দেন প্রধানমন্ত্রী। অনুদানের আশ^াস পেয়ে মতিউর রহমান চৌধুরী আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।