মহিলা দলের সাধারণ সম্পাদক লাভলী ও কর্মী সোমা আক্তারের জামিন মঞ্জুর হলেও কারাগার থেকে বের হতে পারেননি
স্টাফ রিপোর্টার ॥ পুলিশ এসল্ট মামলায় জামিন লাভ করেছেন জাতীয়তাবাদী মহিলা দল হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা ও কর্মী সোমা আক্তার। গত বৃহস্পতিবার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, কামাল উদ্দিন সেলিম, আফজাল আলী, আব্দুল হাইসহ বেশ কয়েকজন। তবে তাদের বিরুদ্ধে অপর একটি মামলা থাকায় কারাগার থেকে মুক্তি পাননি।
প্রসঙ্গত, অবরোধ পালনকালে সদর থানার এসআই ওমর ফারুক মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক লাভলীসহ ৩ জনকে আটক করেন। পরে তাদেরকে বিস্ফোরক ও পুলিশ এসল্ট মামলায় কারাগারে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com