স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে রোহিঙ্গা নারীর পাসপোর্ট করানোর সময় আটক ছাত্রলীগ কর্মী আমানুর রশিদ মাহি (২৫) এর জামিন নামঞ্জুর করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসানুল ইসলামের নিকট জামিন আবেদন করলে তা নামঞ্জুর করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি ছালেহ উদ্দিন আহমেদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজনসহ অনেকে।
এর আগে একাধিকবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তার জামিন নামঞ্জুর করা হয়।
প্রসঙ্গত, সম্প্রতি রোহিঙ্গা যুবতীকে ৩৫ হাজার টাকার বিনিময়ে ভূয়া কাগজপত্র বানিয়ে পাসপোর্ট করাতে গেলে মাহিকে আটক করা হয়। পরে সে আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। সদর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম তার কাগজপত্র ও কম্পিউটার জব্দ করেন। রোহিঙ্গা নারী রোকেয়াসহ আরেকজন কারাগারে রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com