স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হলেন প্যানেল চেয়ারম্যান-১ সৈয়দ মোহাম্মদ শামীম আনোয়ার। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ সামছুল হক এক আদেশে তাকে অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করেন। এর আগে জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিলে তা গ্রহণ করা হয়। চেয়ারম্যান পদটি শুন্য থাকায় প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শামীম আনোয়ারকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com