কাজী মাহমুদুল হক সুজন ॥ পরীক্ষায় পাস করতে হলে ভাল করে পড়াশোনা করতে হয়। গত ১০ বছর বর্তমান সংসদ সদস্য ভাল করে পড়াশোনা করেননি। এজন্যই তিনি নির্বাচনী পরীক্ষায় ফেল করবেন। কারণ তিনি চুনারুঘাট-মাধবপুর উপজেলায় কোন উন্নয়ন করেননি। গতকাল মঙ্গলবার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের বাসুদেবপুর, সাটিয়াজুরী, দারাগাঁও ও শ্রীবাড়ী বাগানে গণসংযোগকালে চুনারুঘাট-মাধবপুর আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ কথাগুলো বলেন। তিনি বলেন- দলীয় হাই কমান্ডের নির্দেশেই আমি স্বতন্ত্র নির্বাচন করছি। দেশে এতো উন্নয়ন হয়েছে, কিন্তু চুনারুঘাট-মাধবপুর কোন উন্নয়ন হয়নি। গত ১০ বছরে চুনারুঘাট খোয়াই নদীতে একটি ব্রীজ হয়নি। শিল্প নগরী হয়নি। বিজিবির ক্যাম্প হয়নি। তিনি আগামী ৭ জানুয়ারির নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার অনুরোধ জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com