চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে নৌকা প্রতীকের সমর্থনে মঙ্গলবার বিকেলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে মিছিলে চুনারুঘাট শহরে নৌকার গণজোয়ার উঠে। হাজার হাজার নেতাকর্মী আনন্দ মিছিল নিয়ে শহরে আসেন। এর আগে প্রায় ২ সহ¯্রাধিক মোটর সাইকেল বহর নিয়ে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট মাধবপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলী এমপিকে শায়েস্তাগঞ্জ গোল চত্তর থেকে বরণ করে চুনারুঘাট নিয়ে আসেন নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীরা। সন্ধ্যায় চুনারুঘাট পৌর শহরে আনন্দ মিছিল বের করা হয়। পরে মধ্যবাজার মুক্তিযোদ্ধা চত্তরে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান আতিক, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, সৈয়দ মোদাব্বির আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ মাস্টার, মদরিছ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ সামাদ আজাদ মাস্টার, সজল দাশ, লুৎফুর রহমান চৌধুরী, কে এম আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মানিক সরকার, সুয়েব চৌধুরী, আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, সাধারণ সম্পাদক আবুল খয়ের, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, জাকির হোসেন পলাশ, রুমন ফরাজী, আব্দালুর রহমান আব্দাল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন লিটন, প্রফেসর আব্দুুুর রউফ প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com