স্টাফ রিপোর্টার ॥ নোয়াপাড়া ইউনিয়নের সকল মসজিদের ইমাম এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মীদের নিয়ে ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’ শীর্ষক কর্মশালা করেছে মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ। গতকাল সোমবার ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান। ইউপি চেয়ারম্যান এস এম আতাউল মস্তফা সোহেলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব। কর্মশালায় অনলাইনের মাধ্যমে সম্পৃক্ত হয়ে আলোচনায় অংশ নেন সাবেক সচিব মোহাম্মদ নজরুল ইসলাম ও সাবেক অতিরিক্ত সচিব মঈন উদ্দিন। কর্মশালায় ইউনিয়নের ২৫টি মসজিদের ইমাম এবং সকল স্বাস্থ্য ও পরিবার কল্যাণকর্মী অংশগ্রহণ করেন। এ ছাড়াও আলোচনায় অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামাল হোসেন জিতু, ইউপি সদস্য মোঃ খসরু মিয়া, শ্যামলী রানী দেব, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক শচী রঞ্জন রায়, নোয়াপাড়া চা বাগান জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন ভূঁইয়া, নোয়াপাড়া রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম মাওলানা ইয়াসিন আহমেদ, করড়া মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মোজাম্মেল হক মাছুমী, রতনপুর জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল্লাহ আল মামুন, শাহপুর-আলীনগর জামে মসজিদের ইমাম হাফেজ দেলোয়ার হোসেন, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোঃ আব্দুল মতিন, ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারি লাভলী রানী চন্দ প্রমূখ ।
উপস্থিত ছিলেন ইউপি সদস্য কুদ্দুস মিয়া, বাবুল রেলী, সহীদ মিয়া, ইসলাম উদ্দিন, সুমা রেলী, সাফিয়া খাতুন, ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শক বরুণ দেব, স্বাস্থ্য সহকারী নাজমা আক্তার, পরিবার কল্যাণ সহকারী স্মৃতি পাল প্রমূখ।
মেটাডোর স্টেশনারির পৃষ্ঠপোষকতায় এবং এসএম স্পিনিং মিলস লিমিটেড এর কারিগরি সহযোগিতায় উক্ত কর্মশালায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন ইউপি সচিব মোঃ মন্তাজ মিয়া।