স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বগলা বাজারে দিনে দুপুরে ছিনতাইর ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ছিনতাইয়ের শিকার বানিয়াচং উপজেলার টুপিয়াজুরি গ্রামের আব্দুল লতিফের পুত্র মামুন মিয়াকে (২৫) গুরুতর আহতাবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, মামুন মিয়া চিটাগাং থেকে বাড়ি ফিরছিলেন। সিএনজিযোগে ওই এলাকায় পৌঁছলে কয়েকজন ছিনতাইকারী সিএনজি আটকে তাকে ছুরিকাঘাত করে সর্বস্ব নিয়ে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com