নবীগঞ্জ প্রতিনিধি ॥ আজ সারাদেশে ২ হাজার ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মধ্যে নবীগঞ্জ উপজেলায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান, ১টি বন্যা আশ্রয়কেন্দ্র ও বাহুবল উপজেলায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠান ভবনের উদ্বোধন হবে। হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি তাঁর নির্বাচনী এলাকা নবীগঞ্জ-বাহুবলে ২৪টি নতুন ভবন নির্মাণ করে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নির্বাচনী এলাকার জনগণের পক্ষে কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির ঐকান্তিক প্রচেষ্টায় পাওয়া ২৪টি নতুন ভবন সহ সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নতুন ভবনগুলো আজ মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com